Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
"Community Policing Day-2021" was celebrated on the initiative of Barisal District Police.
Details

“কমিউনিটি পুলিশিং-ডে-২০২১”উদযাপন উপলক্ষ্যে বরিশাল জেলা পুলিশের উদ্যোগে অদ্য ৩০-১০-২০২১ খ্রিঃ বেলা ১১.০০ ঘটিকায় জনাব মোঃ মারুফ হোসেন, পিপিএম, পুলিশ সুপার, বরিশালের সভাপতিত্বে বরিশাল জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম আক্তারুজ্জামান, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১। জনাব জসীম উদ্দীন হায়দার, জেলা প্রশাসক, বরিশালের প্রতিনিধি জনাব সোহেল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বরিশাল, ২। জনাব এ্যাড. তালুকদার মোহাম্মদ ইউনুস, সাধারণ সম্পাদক, বরিশাল জেলা আওয়ামী লীগ, ৩। জনাব এ্যাড. এস এম ইকবাল, সভাপতি, কমিউনিটি পুলিশিং ফোরাম, বরিশাল জেলা, ৪। জনাব কে এস এ মহিউদ্দিন মানিক বীরপ্রতীক, সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং ফোরাম, বরিশাল জেলা, ৫। জনাব কাজী আবুল কালাম আজাদ, সভাপতি, মেট্রোপলিটন প্রেসক্লাব, ৬। জনাব মোসা: মাসুদা বেগম (দাবাড়ু), সিনিয়র শিক্ষক, হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয় ও ৭। জনাব ডা. কবিউল করিম জিলু, হোমিওপ্যাথিক বিশেষজ্ঞ। এছাড়া বরিশাল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা কমিউনিটি পুলিশিং এর সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই বরিশাল জেলার পুলিশ সদস্যগণ মুমূর্ষুরোগীদের জীবন রক্ষার্থে ব্লাডব্যাংকে সংরক্ষণের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশালের মেডিসিন ক্লাবের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান করেন। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচকগণ আইন-শৃঙ্খলার উন্নয়ন ও জনকল্যাণে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন এবং এক্ষেত্রে তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা প্রদানের জন্য সকলের প্রতি আহবান জানান। আলোচনা শেষে “কমিউনিটি পুলিশিং ডে-২০২১” উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র এবং কৃতী কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের এ পর্যায়ে পুলিশ সুপার, বরিশালের পক্ষ থেকে পটুয়াখালী জেলার কলাপাড়া থানার শারীরিক প্রতিবন্ধী জনৈক মোঃ গিয়াস উদ্দিনকে তার জীবিকা নির্বাহের জন্য একটি নতুন ফটোকপি মেশিন প্রদান করা হয়। অবশেষে কমিউনিটি পুলিশিং কে প্রাতিপাদ্য বিষয় হিসেবে ধরে স্থানীয় শিল্পী ও পুলিশ সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Images
Attachments
Publish Date
30/10/2021