Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
মাত্র ৪৮ ঘন্টার মধ্যে ক্লুলেস হত্যা মামলার ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতার
Details

গত ১৩-০১-২০২২ খ্রি. তারিখ ভূতেরদিয়া সাকিনস্থ সন্ধ্যা নদীর নালার মধ্যে মরিয়ম বেগমের লাশ পড়ে আছে মর্মে মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে মৃতার সন্তান মোঃ ইমরান হোসেন এবং অন্যান্য স্থানীয় লোকজনদের উপস্থিতিতে লাশ উদ্ধার করে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করতঃ মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের লক্ষ্যে লাশ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশালের মর্গে প্রেরণ করেন। পরবর্তীতে প্রযুক্তির সহযোগীতায় এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রত্যক্ষ তদারকিতে বাবুগঞ্জ থানা পুলিশের অব্যাহত অভিযানের ফলে হত্যা কান্ডের মাত্র ৪৮ ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িত সন্দিগ্ধ আসামী সুমন ফকির এবং শয়ন চন্দ্র শীলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে ঘরের মধ্যে জোর পূর্বক যৌন নির্যাতন করে। অতঃপর ভিকটিম সামাজিকভাবে উক্ত ঘটনার বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিকট বিচার চাইবেন মর্মে জানালে আসামীদ্বয় তাকে ঘর থেকে টেনে হিঁচড়ে বাহিরে নিয়ে লাঠি দিয়ে মাথায় আঘাতের মাধ্যমে হত্যা করতঃ মৃতদেহ বসতঘর থেকে অনুমান ১০০ গজ উত্তরে সন্ধ্যা নদীতে ভাসিয়ে দেয়। গ্রেফতারকৃতরা এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত মর্মে জানা যায় এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন রয়েছে। এর পর অদ্য বিকাল ০১.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিববৃন্দদের সাথে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ শাহজাহান হোসেন এর সভাপত্তিতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) জনাব মোঃ ইকবাল হোছাইন,পিপিএম ।

Images
Attachments
Publish Date
16/01/2022