জেলা গোয়েন্দা শাখার এসঅাই (নিঃ) জহুরুল ইসলাম, এসঅাই (নিঃ) মোঃ নোমান, এএঅাই (নিঃ) মোঃ সোহেল রানা সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় গত ২৪ এপ্রিল, ২০১৮ পৃথক পৃথক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মুলাদী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করিয়া মুলাদী পৌরসভার তেরচর এলাকা হইতে অাসামী ১। মোঃ ইউসুফ সরদার(২৪) পিতা- অাঃ রহিম সরদার, সাং- তেরচর, ৬নং ওয়ার্ড, মুলাদী পৌরসভা, থানা-মুলাদী, জেলা- বরিশাল কে ১৪ (চৌদ্দ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং অাসামী ২। মোঃ হোসেন হাওলাদার(৪৫) পিতা- মৃত অাঃ রব হাওলাদার, সাং- তেরচর, ৬নং ওয়ার্ড, মুলাদী পৌরসভা, থানা-মুলাদী, জেলা- বরিশাল কে ৭৯ (উনঅাশি) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। অাসামীদ্বয়ের বিরুদ্ধে মুলাদী থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস