পুলিশ সুপার বরিশাল জনাব মোঃ মারুফ হোসেন পিপিএম এর নির্দেশে বরিশালের গৌরনদী থানা এলাকায় পূজামণ্ডপে নিয়োজিত পুলিশ সদস্য, স্বেচ্ছাসেবী, সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মধ্যরাতে জরুরী ভিত্তিতে নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ মোঃ শাহজাহান হোসেন বলেন নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সবাইকে অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির সংশ্লিষ্ট সবাইকে তিনি সজাগ থাকার জন্য উদাত্ত আহ্বান জানান। এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে গৌরনদী পৌর সভার মেয়র মোঃ হারিচুর রহমান এবং অফিসার ইনচার্জ গৌরনদী মডেল থানা আফজাল হোসেন বক্তব্য রাখেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস