গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ সাহেবের নেতৃত্বে চৌকস এসআই (নিঃ) মোঃ মাজহারুল ইসলাম, সঙ্গীয় ফোর্স সহ গৌরনদী থানাধীন বড় কসবা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫১ (একান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১। সাইফুল ইসলাম(২৫), পিতা-কালাচান শরীফ, সাং-নবীনগর, ১নং ওয়ার্ড, থানা-গৌরনদী, জেলা-বরিশালকে গ্রেফতার করেন এবং আসামীর বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ১৯(১) এর টেবিল ৯(খ) ধারায় মামলা রুজু হয়েছে।
এছাড়া, অপর এক অভিযানে গৌরনদী থানা পুলিশ ১১ পিচ ইয়াবা সহ অপর এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
গত ২৪ ঘন্টায় বরিশাল জেলায় মাদক বিরোধী অভিযানে গৌরনদী থানায় ২টি এবং উজিরপুর, মেহেন্দিগঞ্জ ও কাজীরহাটে একটি করে মোট ৫টি মাদক আইনের অধীনে মামলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জেলার উর্ধতন পুলিশ কর্মকর্তাগণ অভিযান নীবির তদারক করছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস