বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন, পিপিএম মহোদয়ের নির্দেশনায় উজিরপুর মডেল থানা পুলিশ দুর্ধর্ষ সন্ত্রাসী রোজেন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড দুটি পৃথক হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত এবং একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ কামাল হোসেন @ বিপ্লব @পাভেলকে গ্রেফতার করেছে। দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী রোজেন বাহিনী ঢাকার বিভিন্ন এলাকা বিশেষ করে মতিঝিল ও শ্যামপুর এলাকায় চাদাবাজি করে বেড়াত এবং কেউ চাঁদা দিতে কেউ অস্বীকার করলে তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করত। এই রোজেন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোঃ কামাল হোসেন @ বিপ্লব @পাভেল তার বাহিনী নিয়ে গত ১৩-০৮-২০০৮ তারিখে ঢাকার শ্যামপুর থানাধীন রায়েরবাগ বাস স্টান্ড এলাকায় এলোপাতারি গুলি করে হোটেল মালিক ফরিদ সরদারকে হত্যা করে। একইভাবে উক্ত আসামী তার সহযোগীদের নিয়ে গত ০৪-০৫-২০০৯ তারিখে তৎকালিন ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আমিনুল খাদেম @ আনিস খাদেম কে নির্মমভাবে গুলি করে হত্যা করে। উক্ত দুটি পৃথক হত্যাকান্ডের পরিপ্রেক্ষিতে দায়েরকৃত মামলা ২টির বিচারশেষে বিজ্ঞ বিচারক আসামী কামাল হোসেন @ বিপ্লব @পাভেলকে মৃত্যুদন্ডের আদেশ প্রদান করেন।
আসামী কামাল হোসেন @ বিপ্লব @পাভেল এর নামে দুইটি সাজা পরোয়ানা উজিরপুর থানায় আসার পর পুলিশ তাকে গ্রেফতার করার জন্য খুজছিল। অদ্য ১৮/৫/২০২২ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানাধীন শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা এলাকা হতে এএসআ্ই(নিঃ)/মোঃ আহছাব উদ্দিনের নেতৃত্বে উজিরপুর মডেল থানার একদল পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস