শিরোনাম
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা
বিস্তারিত
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।
‘মহান বিজয় দিবস-২০২১’ উপলক্ষে আজ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানর এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জনাব মোঃ মারুফ হোসেন, পিপিএম, পুলিশ সুপার, বরিশাল। এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), অতিরিক্ত পুলিশ সুপার (সদর)সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় পুলিশ সুপার মহোদয় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।