অদ্য ০৭-১২-২১ খ্রি. বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে নভেম্বর/২০২১ মাসিক অপরাধ সভায় বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম- এর নেতৃত্বে অপরাধ দমন, মামলা তদন্ত তদারকি, জনগণের অভিযোগ দ্রুততার সাথে সুষ্ঠুভাবে নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিলে রেঞ্জে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে জেলা পুলিশ বরিশাল। এক্ষেত্রে, রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার (মেহেন্দীগঞ্জ সার্কেল) মোঃ বাবুল আক্তার, এবং রেঞ্জের শ্রেষ্ঠ পাবলিক রিলেশনস্ অফিসার (পিআরও) হিসেবে ইন্সপেক্টর মোঃ জিয়াউল আহসানকে সাফল্যের স্বীকৃতি স্বরূপ রেঞ্জের শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে ক্রেস্ট প্রদান করেন রেঞ্জ ডিআইজি জনাব এস এম আক্তারুজ্জামান বরিশাল । উল্লেখিত ক্ষেত্রে পুরস্কার প্রাপ্ত কর্মকর্তাদের জেলা পুলিশের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রেঞ্জ ডিআইজি বরিশাল মহোদয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা। এ সময় পুলিশ সুপারের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ শাহজান হোসেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস