অদ্য ০১-০৩-২২ খ্রিঃ বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন পিপিএম, এর সভাপতিত্বে বরিশাল জেলা পুলিশ লাইন্সে পুলিশ মেমোরিয়াল ডে- ২০২২ উদযাপিত হয়। শুরুতে কর্মক্ষেত্রে নিহত পুলিশ সদস্যদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার, অতিরিক্ত আইজিপি ও পুলিশ কমিশনার, বিএমপি এবং বিশেষ অতিথি জনাব এস এম আক্তারুজ্জামান, ডিআইজি, বরিশাল রেঞ্জ এর নেতৃত্বে বরিশাল মহানগর, রেঞ্জ, জেলা ও বরিশালকেন্দ্রিক বিভিন্ন ইউনিটের শীর্ষ পুলিশ কর্মকর্তাবৃন্দ। অতপর নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যবৃন্দ প্রধান অতিথির কাছ থেকে সন্মাননা স্মারক, ক্রেস্ট এবং অন্যান্য উপহার সামগ্রী গ্রহন করেন। এ উপলক্ষে জনাব মোঃ মারুফ হোসেন পিপিএম, পুলিশ সুপার, বরিশাল জেলা মহোদয়ের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অতিথিদ্বয় দেশসেবায় পুলিশ সদস্যদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন এবং পেশাদারী মনোভাব নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস