শিরোনাম
পুলিশ সুপার বরিশাল মহোদয়ের সভাপতিত্বে জেলার গত এপ্রিল মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিস্তারিত
অদ্য বরিশাল জেলার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার বরিশাল মহোদয়ের সভাপতিত্বে জেলার গত এপ্রিল মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এপ্রিল ২০২২ মাসে অপরাধ দমন ও বিভিন্ন বিষয়ের উপর পারফরমেন্সের ভিত্তিতে পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন পিপিএম মহোদয় জেলার বিভিন্ন স্তরের কৃতী পুলিশ অফিসারদের মধ্যে পুরস্কার হিসেবে সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করেন। অতপর তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান হোসেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), জনাব মোঃ ইকবাল হোছাইন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), জনাব সুদীপ্ত সরকার,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, বাকেরগঞ্জ সার্কেল , জনাব আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ ,সহকারী পুলিশ সুপার, উজিরপুর সার্কেল এবং সকল অফিসার ইনচার্জসহ জেলার অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।