শিরোনাম
পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ।
বিস্তারিত
অদ্য ২১/১২/২০২১ খ্রি. সকালে পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ, কিটপ্যারেড পরিদর্শন ও ফোর্স-অফিসারদের উদ্দেশ্যে ভাষন দেন মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন, পিপিএম। প্যারেড শেষে পুলিশ লাইন্সের ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা ও চাকুরী হতে বিদায়ী পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এরপর ০১:০০ ঘটিকায় পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নভেম্বর ২০২১ মাসে অপরাধ দমন ও বিভিন্ন বিষয়ের উপর পারফরমেন্সের ভিত্তিতে পুলিশ সুপার মহোদর জেলার বিভিন্ন স্তরের কৃতী পুলিশ সদস্যদের মধ্যে পুরস্কার হিসেবে সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করেন।
অনুষ্ঠানগুলোতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, জনাব সুদীপ্ত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, বাকেরগঞ্জ সার্কেল , জনাব মোঃ রব হাওলাদার অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল এবং জেলার অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।