বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন পিপিএম এর দিকনির্দেশনায় অদ্য ২৭-১১-২১খ্রিঃ আসন্ন ২৮-১১-২০২১ খ্রিঃ বরিশাল জেলাধীন উজিরপুর ও মুলাদী থানা এলাকায় তৃতীয় ধাপ ইউপি নির্বাচনের ধারাবাহিকতায়, উজিরপুর থানায় নির্বাচন সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনার লক্ষে অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম। । ব্রিফিং প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্স এবং আনসার ও অন্যান্য বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন এবং নির্বাচনী আচরণবিধি মেনে ডিউটি পালনের নির্দেশ প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বাকেরগঞ্জ সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল ,সহকারী পুলিশ সুপার মুলাদী সার্কেল এবং অন্যান্য বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা । এ সময় নির্বাচনকে সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের প্রতি গুরুত্বারোপ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস