অদ্য ১৯/১২/২০২১খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে চরামদ্দি আফসার আলি ডিগ্রী কলেজে ২৬ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীদের কে নিয়ে বাকেরগঞ্জ থানার উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বাকেরগঞ্জ সার্কেল সুদীপ্ত সরকার, বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আবুজার মোহাম্মদ এজাজুল হক, অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন। আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব মোঃ সাইদুর রহমান। অনুষ্ঠানে যে কোনো মূল্যে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রধান অতিথি তার বক্তব্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস