Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গৌরনদী থানাধীন নলচিড়া খানাবাড়ি এলাকা হতে মালামালসহ আন্তঃজেলা ডাকাতদলের ৩ জন সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে।
বিস্তারিত

 

গৌরনদীতে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার প্রসঙ্গে 
গৌরনদী থানাধীন নলচিড়া খানাবাড়ি এলাকা হতে মালামালসহ আন্তঃজেলা ডাকাতদলের ৩ জন সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল সন্ধ্যায় গৌরনদী থানায় এক সংবাদ সম্মেলনে জানাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি ও অপরাধ, বরিশাল এ তথ্য প্রকাশ করেন। জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুর রব, অতিরিক্ত পুলিশ সুপার, গৌরনদী সার্কেল ও জনাব মোঃ আফজাল হোসেন, অফিসার ইনচার্জ, গৌরনদী মডেল থানাসহ থানার পুলিশ কর্মকর্তাবৃন্দ। 
জনাব মোঃ ইকবাল হোছাইন জানান, গতকাল  ১৪/১১/২০২১ ইং তারিখ রাত্র অনুমান ০২.৩০ ঘটিকার সময় নলচিড়া খানাবাড়ি এলাকায় ডাকাত পড়ছে মর্মে সংবাদপ্রাপ্ত হলে জনাব মোঃ মারুফ হোসেন, পিপিএম, পুলিশ সুপার, বরিশালের নির্দেশনায় তাৎক্ষনিকভাবে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই/সহিদুল ইসলাম, এসআই/কেএম আবদুল হক সঙ্গীয় ফোর্সসহ নলচিড়া এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত ১। মোঃ তারেক জমাদ্দার(২০), পিতা-আঃ মালেক জমাদ্দার, সাং-নলচিড়া খানা বাড়ি, থানা-গৌরনদী, জেলা-বরিশাল কে গ্রেফতার করে তার নিকট হতে লুন্ঠিত একটি ল্যাপটপ উদ্ধার করেন। পরবর্তীতে বাদী মোসাঃ রাশিদা আক্তার(৪২), স্বামী মোঃ সরোয়ার জোমাদ্দার, সাং-নলচিড়া খানাবাড়ী, ৮নং ওয়ার্ড, নলচিড়া ইউপি, থানা-গৌরনদী, জেলা-বরিশাল থানায় হাজির হয়ে উল্লেখিত আসামীসহ এজাহার নামীয় ও অজ্ঞাতনামা আসামীদের নামে অভিযোগ দাখিল করিলে গৌরনদী মডেল থানার মামলা নং-১২, তারিখ-১৪/১১/২০২১ ইং রুজু হয়।  এরপর ধৃত আসামিকে নিয়ে অভিযান পরিচালনা করে অন্য আসামী ২। মোঃ ফিরোজ হোসেন(৩২), পিতা-আঃ বারেক হাওলাদার, সাং-বলাইকাঠী, ৩। মোঃ জাহাঙ্গীর সরদার (৬০), পিতা-মৃত কাজেম সরদার, সাং-ক্ষুদ্রকাঠী, পোষ্ট-কলসকাঠী, উভয় থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাদ্বয়কে গ্রেফতার করে তাদের হেফাজত হতে লুন্ঠিত অন্য একটি ল্যাপটপ, একটি ট্যাব ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে আসামীরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানা যায়। তাদের নামে বরিশালের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মামলার তদন্ত চলছে। 
উদ্ধারকৃত সামগ্রীঃ
১। ০২ টি ল্যাপটপ। 
২। ০১ টি ট্যাব। 
৩। ১০০০/- টাকা। 
৪। একটি হাতুড়ি।
৫। একটি প্লাস। 
৬।দুইটি স্ক্রু ড্রাইভার
৭। একটি মেরুন রংয়ের ছোট টর্চ লাইট। 
৮। প্লাষ্টিকের হাতল যুক্ত লিভার
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
15/11/2021